খালেদার মামলার রায়: তৃণমূলে চার নির্দেশনা আ. লীগের

চট্টগ্রাম: আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে জেলা–উপজেলা পর্যায়ে চার নির্দেশনা পাঠিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গতকাল শনিবার দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে সবস্তরের নেতাকর্মীকে ৮ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে সবসময় সজাগ–সতর্ক থাকতে বলা হয়েছে। আওয়ামী লীগের নীতি–নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

নগর আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর একজন সদস্য বলেন, দলের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে যে চার দফা নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো হলো কেন্দ্র অনুযায়ী নির্বাচনী কমিটি গঠন; পোলিং এজেন্টদের ট্রেনিংয়ের জন্য কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে যোগাযোগ করা; বিএনপি–জামায়াত জোটের সন্ত্রাস, নৈরাজ্য ও গণবিরোধী রাজনীতির বিরুদ্ধে জনগণকে সজাগ করা; এবং সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম আরও জোরদার করা।

ক্ষমতাসীন দলটির নীতি–নির্ধারণী পর্যায়ের একজন নেতা বলেন, ওবায়দুল কাদেরের পাঠানো চিঠিতে সবাইকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্যও তাগিদ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, একাদশ সংসদ নির্বাচন কাছে চলে এসেছে। তাই এক মুহূর্তও সময় নষ্ট করা যাবে না। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানানো হয়েছে।

এদিকে, আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশে থমথমে অবস্থা বিরাজ করছে। ক্ষমতাসীন দলের নেতারা মনে করছেন, রায়কে ঘিরে বিএনপি আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। এ কারণেই কেন্দ্র থেকে তৃণমূলকে সতর্ক ও সহজ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন।