ঢাকা: হজরত শাহজালাল ও শাহ পরানের রহ. মাজার জিয়ারতের জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামীকাল সোমবার সিলেট যাবেন। সেদিন রাতে তিনি সিলেট সার্কিট হাউজে অবস্থান করবেন।
সোমবার সকাল ৮টায় গুলশানের বাসভবন থেকে সড়ক পথে সিলেট যাত্রা করবেন।
এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের পক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে গত ৩০ জানুয়ারি সিলেট সফর করেন। ১ ফেব্রুয়ারি সিলেট সফরের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
৬ ফেব্রুয়ারী ঢাকার উদ্দেশে রওনা হবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
