ড্র হল চট্টগ্রাম টেস্ট

চট্টগ্রাম : অবশেষে প্রত্যাশিতভাবেই ড্র হল চট্টগ্রাম টেস্ট। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দিনের শেষ সেশনের খেলা আরও কিছুটা বাকী থাকলেও দুদলই ফলাফল মেনে নিয়েছে। এর আগে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৩০৭ করেছে টাইগাররা। যেখানে লিড দাঁড়িয়েছিল ১০৭ রান। হাতে আছে আরও ৫ উইকেট। ব্যাটিংয়ে ছিল অধিনায়ক মাহমুদউল্লাহ (২৮) ও মোসাদ্দেক হোসেন (৮)।

এদিকে প্রথম ইনিংসে দুর্দান্ত ১৭৬ করা মুমিনুল হক দ্বিতীয় ইনিংসেও স্বাগতিকদের ভরসা দিয়ে যাচ্ছেন। করেছেন ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি। প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টের ২ ইনিংসে সেঞ্চুরির বিরল রেকর্ড গড়লেন তিনি। এই টেস্টে ক্যারিয়ারের পঞ্চম ও ষষ্ঠ সেঞ্চুরি করলেন তিনি। শেষ পর্যন্ত ১৭৪ বলে ৫টি ৪ ও ২টি ছক্কায় ১০৫ রান করে ধনাঞ্জয়া ডি সিলভার বলে আউট হন তিনি। চতুর্থ উইকেট জুটিতে তিনি লিটন দাশের সঙ্গে ১৮০ রানের পার্টনারশিপ গড়েছিলেন।

মুমিনুল হকের সঙ্গে দারুণ জুটি গড়া লিটন দাশ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দিকে এগুচ্ছিলেন। তবে ব্যক্তিগত ৯৪ রানের সময় রঙ্গনা হেরাথের বলে উঠিয়ে মারলেন। হয়তো ইচ্ছে ছিল ছক্কা হাঁকিয়েই সেঞ্চুরি উদযাপন করবেন। কিন্তু হলো না। পেরেরার ক্যাচ হয়ে ফিরে যান তিনি। ১৮২ বলে ১১টি চারে নিজের ইনিংস সাজান তিনি। তার আগে খেলার পঞ্চম দিন ১১৯ রানে পিছিয়ে থেকে মাঠে নামে বাংলাদেশ। যেখানে চতুর্থ দিন ৮১ রানে টডঅর্ডারের তিন উইকেট হারিয়েছিল স্বাগতিকরা। বাজে শট খেলে আউট হন তামিম ইকবাল, ইমরুল কায়েস ও মুশফিকুর রহিম।

বাংলাদেশ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৫১৩ করে। বীরোচিত সেঞ্চুরি করেছিলেন মুমিনুল হক। জবাবে চতুর্থ দিন ৯ উইকেট হারানো শ্রীলঙ্কা ৭১৩ রানের নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে। ২০০ রানের লিড নেয় শ্রীলংকা। জবাবে ব্যাট করতে নেমে ৩০৭ রানে ব্যাট করছিল বাংলাদেশ।