মুমিনুল-লিটনের প্রশংসায় করুনারত্নে

চট্টগ্রাম: দ্বিতীয় ইনিংসে মোমিনুল হকের ১০৫ ও লিটনের ৯৪ রানের জন্য চট্টগ্রাম জয়ের পথ তৈরি করে ড্র’র স্বাদ নিতে হয় শ্রীলংকা। তাই ম্যাচ শেষে হতাশ শ্রীলংকার ব্যাটসম্যান দিমুথ করুনারত্নে। তবে বাংলাদেশের মুমিনুল ও লিটনের প্রশংসা করতে ভুলেননি তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে করুনারত্নে বলেন, ‘আমরা আশা করেছিলাম পঞ্চম দিনের প্রথম সেশনে কয়েকটা উইকেট তুলে নিতে পারব। তাদেরকে চাপে ফেলে দিতে পারব। তবে মুমিনুল ও লিটন খুবই ভালো খেলেছে। তারা তাদের উইকেট বিলিয়ে দিয়ে আসেনি। অবশ্য বোলারদের জন্য খুব বেশি কিছু ছিল না পিচে। কোনো টার্ন কিংবা বাউন্স ছিল না। কিছুটা ধীর গতির ছিল। সেটাও খেলার অংশ। তবে ব্যাটসম্যানরা তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পেরেছে।’

মুমিনুলের ব্যাপারে আরও প্রশংসা করতে গিয়ে করুনারতেœ বলেন, ‘মুমিনুলকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে। দুই ইনিংসেই সে যেভাবে ব্যাট করেছে সেটা প্রশংসনীয়। আসলে পঞ্চম দিনের সকালের সেশনটা ছিল গুরুত্ব¡পূর্ণ। যদি কয়েকটা উইকেট তুলে নিতে পারতাম তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।’