বিএনপির আইন বিষয়ক সম্পাদক সানাউল্লা মিয়া আটক

নরসিংদী: বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আসামিপক্ষের আইনজীবী সানাউল্লা মিয়াসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

সোমবার দুপুরে নরসিংদীর শিবপুর কারারচর মিলগেট এলাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে সড়কে অবস্থান নিলে পুলিশ তাদের আটক করে। আটক অন্যদের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামালসহ ১১ নেতাকর্মী রয়েছেন।

বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নাল আবেদীন মেজবা এ তথ্য জানান।তিনি বলেন, ‘সানাউল্লা মিয়া নিজ নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের নিয়ে বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা জানানোর জন্য সড়কে অবস্থান করছিলেন। এ সময় পুলিশ তাকেসহ ১১ জনকে আটক করে নিয়ে যায়।’

তবে এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এরআগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় সামনে রেখে সিলেটে মাজার জিয়ারতের উদ্দেশে সকাল নয়টায় গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে যাত্রা শুরু করেন খালেদা জিয়া।