চট্টগ্রাম: ‘হয়রানি থেকে বাঁচতে চাই, পড়ার জন্য সময় চাই’, ‘২০ তারিখ অযৌক্তিক রুটিন, মানি না, মানবো না’, ‘তৃতীয় বর্ষের পরীক্ষার পর চতুর্থ বর্ষের পরীক্ষা নেওয়া হোক’, ‘পরীক্ষার্থী নয়, শিক্ষার্থী হতে চাই’- ইত্যাদি লেখা সম্বলিত ফেস্টুন হাতে চট্টগ্রামে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
সোমবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছে।
শিক্ষার্থীরা বলছেন, ২০১৩-১৪ শিক্ষাবর্ষে অধ্যয়নরত ৪র্থ বর্ষের রুটিন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষা শুরু হবে। কিন্তু একই সময়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষের রুটিনও দেয়া হয়েছে। এরমধ্যে মার্চের ৬, ৭ ও ৮ এবং মার্চের ২১ ও ২২ তারিখে একই সময়ে তৃতীয় ও বর্ষের পরীক্ষার তারিখ দেয়া হয়েছে। ফলে চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা তৃতীয় বর্ষে মানোন্নয়ন পরীক্ষায় অংশ নিতে অসুবিধায় পড়ছেন।
কর্মসূচীতে অংশ নেয়া মহসীন কলেজের অর্থনীতির বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তারেক হোসেন বলেন, একই সময়ে তৃতীয় ও চতুর্থ বর্ষের পরীক্ষা হলে আমাদের শিক্ষাজীবন নষ্ট হয়ে যাবে। কেননা, তৃতীয় বর্ষে আমাদের মানোন্নয়ন পরীক্ষা আছে। একই সময়ে রুটিন দেওয়ায় সমস্যাটা দেখা দিয়েছে। দুই বর্ষের পরীক্ষার রুটিন পরিবর্তনের জন্য আমরা দাবি জানাচ্ছি।
মানববন্ধনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা বিভিন্ন কলেজের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
