”পুলিশের সঙ্গে মারামারির ঘটনা ভালোভাবে নেননি খালেদা জিয়া”

চট্টগ্রাম : বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে সামনে রেখে নগরীর ৪৩টি স্পটে শান্তিপূর্ণ অবস্থান নেবে চট্টগ্রাম নগর বিএনপির নেতা-কর্মীরা।

মঙ্গলবার দুপুরে মুঠোফোনে একুশে পত্রিকাকে এই কথা জানিয়েছেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

বিএনপি চেয়ারপারসনের উদ্বৃতি দিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, ”শনিবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বিএনপির নির্বাহী কমিটির সভায় দলের চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলের নেতাকর্মীদের শান্তিপূর্ণ আন্দোলন-সংগ্রাম চালানোর নির্দেশ দিয়েছেন। এসময় নেত্রী, অবৈধ এই সরকার মিথ্যা মামলায় তাকে জেলে নিয়ে গেলেও কোনো ধরনের সংঘাত, বিশৃঙ্খলায় না জড়ানোর পরামর্শ দিয়েছেন আমাদের।”

ফ্যাসিস্ট, স্বৈরাচারী সরকার বেশিদিন স্থায়ী হয় না। এর শেষ আছেই। ইতিহাস তাই বলে। এর উদাহরণ টেনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের তাগিদ দিয়ে চেয়াপরসন বলেছেন, জনবিস্ফোরণ হবেই। তা কেবল সময়ের ব্যাপার।

বিএনপি নেতাকর্মীরা রাজধানীতে পুলিশের সঙ্গে বিশৃঙ্খলা ও হাতাহাতিকে জড়ানোর ঘটনাকে বেগম জিয়া ভালোভাবে নেননি জানিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, ”এধরনের পরিস্থিতিতে দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোকাবিলা করার জন্য বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রিয় নেত্রী। তারই অংশ হিসেবে রায় ঘোষণার দিন (বৃহস্পতিবার) সকাল থেকে চট্টগ্রাম মহানগরের ৪৩টি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের দায়িত্বশালী নেতাদেরকে স্ব স্ব ওয়ার্ডে কর্মীসমর্থকদের নিয়ে শান্তিপূর্ণ অবস্থান করতে দলীয়ভাবে নির্দেশনা দেয়া হয়েছে। ইতোমধ্যে প্রস্তুতি সভা করে নেতাকর্মীদের এই বার্তা আমরা পৌঁছে দিয়েছি।”

নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, আমরা সমগ্র পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সামনের পরিস্থিতি এবং কেন্দ্রীয় নির্দেশনার উপর নির্ভর করছে আমাদের পরবর্তী কর্মসূচি ও আন্দোলনের স্ট্র্যাটেজি কী হবে। তবে এটুকু বলতে পারি আমাদের আন্দোলন হবে অহিংস, শান্তিপূর্ণ। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই এই জুলুমবাজ, অবৈধ সরকারের পতন অত্যাসন্ন। বলেন ডা. শাহাদাত হোসেন।