বিএনপি বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে : খাদ্যমন্ত্রী

ঢাকা: ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে বিএনপি বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিতেই তারা এ ধরনের ফন্দি আঁটছেন বলে অভিযোগ করেন খাদ্যমন্ত্রী।

মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

এসময় বিএনপি নির্বাচনে অংশ না নিলেও সংবিধান অনুযায়ী নির্বাচন যথা সময়েই হবে বলেও জানান তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির মূল লক্ষ্য হচ্ছে আগামী নির্বাচন বানচাল করা। তারা জানে আগামী নির্বাচনে তাদের ভরাডুবি নিশ্চিত। ডেলিটারি প্র্যাকটিস করতে করতে বিএনপির আইনজীবীরা এই মামলাটাকে নির্বাচনের বছরে নিয়ে আসছে। বিচারে কী হবে সেটা আদালত জানেন, আমরা জানিনা। অহেতুক কথা বার্তা বলছে, আসল উদ্দেশ্য নির্বাচনকে বাধাগ্রস্ত করা।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে আপনারা আসেন, না আসেন। যথাসময়ে নির্বাচন হবে। নির্বাচন কেউ ঠেকিয়ে রাখতে পারবেনা। আপনাদের কার্যলাপ প্রমাণ করে দেয় আপনারা কী করছেন। গত দুই আগে হাইকোর্টে যা করেছেন। বেগম খালেদা জিয়া হযরত শাহজালাল (রহ:) মাজার জিয়ারত করবেন কোনো কর্মসূচি নাই। বিমানে যাবেন, বিমানে আসবেন এটাই উচিত ছিল। কিন্তু অহেতুক এটা স্পষ্ট বুঝা যায়, উস্কানি দেয়ার জন্য গতকাল (সোমবার) আপনি এই কাজটি করেছেন। বিএনপি ক্রমান্বয়ে সন্ত্রাসী দলে পরিণত হচ্ছে।’