হালদা নদীতে নৌকা ডুবে নিখোঁজ ৫

চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলায় হালদা নদীতে নৌকা ডুবে পাঁচজন নিখোঁজ হয়েছেন।

শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ও সুয়াবিল ইউনিয়নের মাঝামাঝি হালদা নদীর সিদ্ধাশ্রম ফেরি ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে

এরা হলেন- দুই ভাই ইমন (১৮) ও রহিম (১৩) এবং নুরুল ইসলাম (৪০), আরমান (১৮) ও রিজভী (১২)।

ফটিকছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, বেলা ১২টার দিকে সুন্দরপুর থেকে সুয়াবিল যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়। এতে পাঁচজন নিঁখোজ রয়েছেন এবং তাদের উদ্ধার করতে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল কাজ করছে।