চট্টগ্রাম: চট্টগ্রামে চীনা নাগরিকের করা অর্ধ কোটি টাকা মূল্যের শেয়ার জালিয়াতির মামলায় তাইওয়ানের চার নাগরিকের বিরুদ্ধে অপরাধ আমলে নিয়ে সমন জারি করেছে আদালত। বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হাসান চৌধুরীর আদালত এই আদেশ দিয়েছেন।
তাইওয়ানের চার নাগরিক হলেন- শেন চুন (৬৪), ছে সাতোশি বরোয়ি (৪৩), ছেন লি ছিং (৪১) ও ছেন ইউ চুয়ান (৪০)। মামলায় তাদের ঠিকানা উল্লেখ করা হয়েছে, প্লট নং ৫১-৫৪, সেক্টর ২, কে.ই.পি.জেড উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম। অন্যদিকে মামলাটি দায়ের করেছেন চীনা নাগরিক শী জিয়াংজুন (৩৮)।
বাদির আইনজীবি জিয়া হাবীব আহ্সান বলেন, গত বছরের ২০ আগস্ট তাইওয়ানের চার নাগরিকের বিরুদ্ধে শেয়ার জালিয়াতির অভিযোগে মামলাটি দায়ের করা হয়। এরপর বিষয়টি তদন্তের জন্য ইপিজেড থানার ওসিকে নির্দেশ দেন আদালত। তদন্তে নেমে ‘শ্যাং টিচ্যাং এন্টারপ্রাইজ কোম্পানির’ শেয়ার সংক্রান্ত নথিপত্র জব্দ করে পুলিশ।
এরপর আদালতের অনুমতি নিয়ে ওই সব নথি সিআইডির হস্তলেখা বিশারদ দিয়ে পরীক্ষা করে জালিয়াতির প্রমাণ পায় পুলিশ। এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অপরাধ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।
