এই রায় রাজনৈতিক সঙ্কট আরও ঘনিভূত করবে : মির্জা ফখরুল

ঢাকা : এই রায় একদলীয় শাসনব্যবস্থা কায়েমের নীলনক্সারই বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জিয়া অরফানেজ ট্রাস দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যদের সাজা দেয়ার প্রতিক্রিয়া বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে বিএনপির নয়াপল্টন কার্যালেয় ডাকা সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন মির্জা ফখরুল।

এসময় এই রায় রাজনৈতিক সঙ্কট আরও ঘনিভূত করবে বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার জুমার নামাজের পর প্রতিবাদ সমাবেশ এবং শনিবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল। এরপর নতুন কর্মসূচি ঘোষণার কথা জানান তিনি।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদুল ইসলাম কোনো ধরনের সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও সরকার গায়ের জোরে বিএনপি চেয়ারপারসনকে সাজা দিয়েছে বলে মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।