চট্টগ্রাম: ঐতিহ্যবাহী ঢাকা ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান আ জ ম নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা ব্রাদার্স ইউনিয়ন ক্লাব লিঃ এর ক্রিকেট কমিটি ঘোষণা করা হয়।
এতে সভার সর্বসম্মতিক্রমে ক্রীড়াবিদ নিয়াজ মোর্শেদ এলিটকে সভাপতি ও হাসনাত মোঃ আবু ওবায়দাকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ শরীফ উল আলম, এস এম নেওয়াজ, সৈয়দ মাসুম আলী, মোঃ জগলুল শাহরিয়ার, যুগ্ম সম্পাদক যথাক্রমে এ এফ মাসুক নাজিম, মোঃ আমির খান। এছাড়াও কার্য নির্বাহী সদস্য পদে রয়েছেন, এ এস এম হুমায়ুন কবির, মোঃ রাশেদুল ইসলাম রাসেল, মোশাররফ হোসেন সেলিম, মোঃ সহিদুল ইসলাম, আরেফিন ইসলাম, মোস্তাফিজুর রহমান, সুজিত কুমার সাহা প্রমুখ।
উল্লেখ্য, নব গঠিত কমিটির সদস্যরা ঢাকা ব্রাদার্স ইউনিয়ন ক্লাব লিঃ ২০১৭-১৮ ক্রিকেট মৌসুমের দায়িত্ব পালন করবেন বলে ঢাকা ব্রাদার্স ইউনিয়ন থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়।
