খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে এলডিপির সমর্থন

ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে তার মুক্তি আন্দোলনে সমর্থন দেবে বলে জানিয়েছেন বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম।

শনিবার সকালে রাজধানীর পূর্ব পান্থপথ এলাকায় দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে অলি আহমদ এ কথা জানান।

এসময় এলডিপির সভাপতি দাবি করেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। খালেদা জিয়ার প্রতি এরূপ আচরণ জাতি আশা করেনি। ন্যায়বিচারের স্বার্থে সবার উচিত এর প্রতিবাদ করা। তিনি অভিযোগ করেন, বড় দুর্নীতিবাজেরা সাজা পাচ্ছে না, অথচ খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। যখন যে ক্ষমতায় থেকেছে, তখন সে নিজের বিরুদ্ধে থাকা দুর্নীতির মামলা প্রত্যাহার করেছে।

এক প্রশ্নের জবাবে অলি আহমেদ বলেন, তিনি মনে করেন, বিএনপির নেতৃত্বে সংকট হবে না। একজনের অনুপস্থিতিতে আরেকজন নেতৃত্বের জায়গা পূরণ করবে।

সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।