সীতাকুন্ডে জঙ্গি সন্দেহে তিনজন আটকের খবর

arrest Handcuffsচট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বাড়বকুন্ড এলাকা থেকে জঙ্গি সন্দেহে তিনজনকে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়া গেছে। শনিবার বিকেলে তাদের আটক করা হয়। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

পুলিশ সূত্র জানায়, শনিবার দুপুরের পর বাড়বকুন্ড বাজারের পূর্ব দিকে অভিযান চালায় সীতাকুন্ডের ওসির নেতৃত্বে একদল পুলিশ। এসময় জঙ্গি সন্দেহে তিনজনকে আটক করে সীতাকুন্ড থানা পুলিশ। এরপর তাদেরকে নিয়ে বাড়বকুন্ড বাজারের আশপাশে অভিযান চালাচ্ছে পুলিশ। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ অভিযান চলছিল।

সীতাকুন্ড থানার ডিউটি অফিসার এএসআই তারেক মাহমুদ বলেন, বাড়বকুন্ড এলাকা ও তার আশপাশে দুপুরের পর থেকে অভিযান চলছে। কেউ আটক হয়েছে কিনা- আমি জানি না।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান বলেন, সীতাকুন্ড থেকে কোন জঙ্গি সদস্য গ্রেফতার হয়েছে কিনা- তা আমার জানা নেই। অন্যদিকে সীতাকুন্ড মডেল থানার সহকারি পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, আমি ছুটিতে আছি। তাই এ বিষয়ে বিস্তারিত জানি না।

এদিকে এ বিষয়ে জানার জন্য চট্টগ্রাম জেলা পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার ও সীতাকুন্ডের ওসি ইফতেখার হাসানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা রিসিভ করেননি।