ট্রাফিক পুলিশের এএসআইকে মারধর করলেন সাংসদের ভাই

ctgচট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ার সরকার দলীয় সংসদ সদস্য শামসুল হক চৌধুরীর ভাই মুজিবুল হক চৌধুরী নবাবের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের একজন উপ-সহকারি পরিদর্শককে (এএসআই) মারধর করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

মারধরের শিকার এএসআই জাকির হোসেন হাইওয়ে পুলিশের পটিয়া ফাঁড়িতে কর্মরত আছেন। এ ঘটনার বিষয়টি উল্লেখ করে সাধারণ ডায়েরী ও মারধরের বিষয়টি হাইওয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদেরকে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

এএসআই জাকির হোসেন অভিযোগ করে বলেন, শুক্রবার রাত ৮টার দিকে শান্তিরহাট এলাকায় দায়িত্ব পালন করার সময় যানজটের মধ্যে আটকে থাকা একটি গাড়ি থেকে হঠাৎ নেমে আসেন এক ব্যক্তি। এরপর তিনি কাছে এসে জাকিরের ইউনিফর্মের কলার ধরে তাকে চড়-থাপ্পড় দিতে শুরু করেন। এসময় ওই ব্যক্তি অশ্রাব্য ভাষায় গালি দিয়ে বলতে থাকেন, আমি না নাকি কাজ না করে দাঁড়াই দাঁড়াই চাঁদাবাজি করছিলাম। এই ঘটনার ৪৫ মিনিট পর আবারও ২০-২৫জন নিয়ে এসে তিনি আমাকে মারধর শুরু করেন। এরপর গাড়ি চলাচল শুরু হলে তিনি গাড়িতে উঠে চলে যান। পরে জানতে পারলাম ওই ব্যক্তি সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ভাই মুজিবুল হক চৌধুরী নবাব।

হাইওয়ে পুলিশের পটিয়া ফাঁড়ির ইনচার্জ জিল্লুর রহিম বলেন, এ বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তাদেরকে জানানো হয়েছে। এছাড়া ঘটনা উল্লেখ করে ফাঁড়িতে একটি সাধারণ ডায়েরী কর হয়েছে। উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে আমরা মামলা করব।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুজিবুল হক চৌধুরী নবাব কোন ধরনের মন্তব্য করতে রাজী হননি।