চট্টগ্রাম থেকে ‘যুবক নিখোঁজ’ বিষয়ে তথ্য নেই : পুলিশ

CMPচট্টগ্রাম: রাজধানীর গুলশানে হামলাকারীদের কয়েক মাস ধরে নিখোঁজ থাকার বিষয়টি প্রকাশ্যে আসার পর ‘নিখোঁজ যুবকদের’ সন্ধান চেয়ে দেশের বিভিন্ন এলাকায় পুলিশের দ্বারস্ত হয়েছেন তাদের অভিভাবকরা। তবে চট্টগ্রাম থেকে এ ধরনের কোন যুবক নিখোঁজ আছে কিনা তা- নিশ্চিত নয় পুলিশ।

শনিবার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য বলেন, গুলশান ও শোলাকিয়ায় হামলার ঘটনায় জড়িত যুবকরা গত কয়েক মাস ধরে নিখোঁজ ছিলেন বলে তাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন। এ পরিস্থিতিতে চট্টগ্রামের কোনো যুবক নিখোঁজ আছেন কি না- তা তদন্ত করে দেখা হচ্ছে।

দেবদাস ভট্টাচার্য্য বলেন, এ ব্যাপারে তথ্য চেয়ে আমরা বিভিন্ন স্থানে চিঠি দিয়েছি। তবে এখনো নিখোঁজ যুবকদের ব্যাপারে কোন তথ্য পাওয়া যায়নি।

পরিবারের কোনো সদস্য নিখোঁজ থাকলে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে তা জানাতে অনুরোধ করেন এই পুলিশ কর্মকর্তা।