ভারতীয় বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

নয়াদিল্লি : ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বৃহস্পতিবার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে। প্রতিরক্ষা সূত্র সিনহুয়াকে এ কথা জানিয়েছে।

সূত্র জানায়, পাইলট দু’জন প্রতিরক্ষামূলক রুটিন মহড়ার সময় আসামের মাজুলি অঞ্চলে বিমানটি বিধ্বস্থ হয়।

এই ঘটনায় আদালত তদন্তের নির্দেশ দিয়েছে।