শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

একাধিক মামলার আসামি ভারতীয় নাগরিক গ্রেফতার

| প্রকাশিতঃ ১০ জুলাই ২০১৬ | ৫:০৮ অপরাহ্ন

arrest Handcuffsচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার লালদীঘি পেট্রোল পাম্প এলাকা থেকে রণধীর দাশগুপ্ত (৫৪) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বেলা ১২টার দিকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় বোয়ালখালী থানার পুলিশের একটি দল।

পুলিশ সূত্র জানায়, রণধীরের নামে ১৯৮৪ সালে ১ম পাসপোর্ট ইস্যু করে ভারত সরকার। ১৯৯৪ সালে এর মেয়াদ শেষ হলে দ্বিতীয় আরেকটি পাসপোর্টে তিনি ১৯৯৫ সালে ৫দিনের ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে আসেন। ভিসার মেয়াদ শেষ হলেও তিনি বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করে অপরাধ কর্মকান্ড করছিলেন। এছাড়া নাম-পরিচয় গোপন রেখে ২০০৮ সালে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মোহরা ওয়াসা সড়কের জেবল হোসেনের বাসার ঠিকানা উল্লেখ করে বাংলাদেশের ভোটার হন রণধীর দাশগুপ্ত। তার ভারতীয় পাসপোর্টে ঠিকানা উল্লেখ রয়েছে- ৪/৪ বরিশা, কালীপদ মূখার্জী রোড, দক্ষিণ চব্বিশ পরগণা, পশ্চিমবঙ্গ, ভারত।

বোয়ালখালী থানার ওসি মোঃ সালাহ উদ্দিন চৌধুরী বলেন, কিছুদিন আগে রণধীরের ভারতীয় পাসপোর্ট জব্দ করেছিলাম। তার বিরুদ্ধে বোয়ালখালী থানায় দুটি মামলা, একটি অভিযোগ ও একটি সাধারণ ডায়েরী ছিল। অবৈধভাবে অবস্থানের অভিযোগে রণধীরের বিরুদ্ধে এসআই খায়রুল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।