ইরানে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত

ইরানের যাত্রীবাহী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে ৫০ জনের বেশি যাত্রী ছিল বলে জানা গেছে। আজ রোববার দেশটির জাগরোস পার্বত্যাঞ্চলে এই বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে।

ইরানের জরুরি পরিসেবা বিভাগের প্রধান পীর হোসেইন কোলিবান্দ বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সিকে বলেন, জাগরোসের সেমিরোম শহরের এলাকায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল। জরুরি সব বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। খবর এএফপির।