চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের লিফট ছিড়ে আহত ৭

ctgবেসরকারী চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের লিফট ছিড়ে অন্তত ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে দুইজনের আঘাত গুরুতর।

রোববার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

হাসপাতাল সূত্র জানায়, রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের একটি লিফট ৯ম তলা থেকে ছিঁড়ে নিচের তলায় এসে পড়ে। এতে লিফটে থাকা অন্তত ৭জন হাত-পাসহ বিভিন্ন স্থানে আঘাত পান। এদের মধ্যে দুইজনের আঘাত গুরুতর।

তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে সূত্রটি।

এ বিষয়ে জানার জন্য চকবাজার থানার ওসি আজিজ আহমেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।