বিদেশে দক্ষিণ জেলা আওয়ামী লীগের ‘দোকান’!

চট্টগ্রাম : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নিজ জেলা ছাপিয়ে এবার কমিটি করলো বিদেশের মাটিতে! সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও উত্তর আমিরাতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের শাখা কমিটি গঠিত হয়েছে। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদের উপস্থিতিতে এ দু’টি কমিটি গঠন করা হয়।

এ নিয়ে রাজনৈতিক মহলে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সিনিয়র নেতাদের মতে, দলের গঠতন্ত্রে জেলা-উপজেলা গুলোর শাখা কমিটির কথা উল্লেখ থাকলেও, দেশের অভ্যন্তরীণ কোনো শাখার বিদেশে উপ শাখা খোলার কোনো বিধান নেই।

নামপ্রকাশে অনিচ্ছুক প্রবীণ এক আওয়ামী লীগ নেতা বলেন, ‘উত্তর আমিরাতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের শাখা কমিটি নয়, মূলত এটি একটি “দোকান”, বাণিজ্যপ্রতিষ্ঠান। রাজনীতিতে বাণিজ্যের আরও কত চেহারা দেখতে হবে জানি না।

জানা যায়, ২০১৭ সালের ২৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের শারজার মোবার সেন্টারে সংযুক্ত আরব আমিরাতের চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ দুবাই ও উত্তর আমিরাত প্রবাসী শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ।

সম্মেলন লায়ন নজরুল ইসলামকে সভাপতি, পৃষ্ঠপোষক আহাম্মেদ আলী জাহাঙ্গীরকে সিনিয়র সহ সভাপতি, হামিদ আলীকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ মঈনুদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন মোসলেম উদ্দিন।

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম একুশে পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রে এমন কোনো বিধান নেই। এমনকি নির্বাচন কমিশনের আরপিওর ধারাতে বলা আছে, দেশের কোনো রাজনৈতিক দলের বিদেশে কোনো শাখা থাকতে পারবে না । কাজেই এ ধরনের কমিটির কোনো ভিত্তি নেই।’

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) এনামুল হক শামীমের কাছে ফোন করে দলের সাংগঠনিক কোনো ইউনিটের বিদেশ বা প্রবাসী শাখা থাকতে পারে কিনা জানতে চাইলে একুশে পত্রিকার কাছে তিনি বিস্ময় প্রকাশ করেন। বলেন, এমনতো কখনোই শুনিনি ভাই! প্রবাসে যারা আছেন দলে তাদেরও অবদান আছে। তাদের নিয়ে বড়জোর কোনো সমিতি বা সংগঠন হতে পারে। যেমন- আমি ইতালিতে গিয়ে শরিয়তপুর সমিতি করেছি।

এসময় তিনি পাল্টা প্রশ্ন করে জানতে চান, ‘এ রকম কোথাও কি হয়েছে?’ সম্প্রতি দক্ষিণ জেলা আওয়ামী লীগের দুবাই ও উত্তর আমিরাত প্রবাসী শাখা কমিটি গঠিত হয়েছে সংগঠনের সভাপতি মোসলেম উদ্দিনের উপস্থিতিতে। এরপর এনামুল হক শামীম বলেন, ‘না, এভাবে হয় না, হতে পারে না। ওনারা কেন, কোন যুক্তিতে করেছেন আমি জানি না ।’

এ বিষয়ে ‘একুশে পত্রিকার’ পক্ষ থেকে রোববার (১৮ ফেক্রুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদকে ফোন করা হয়। কুশলাদি বিনিময়ের পর এই সংক্রান্ত প্রশ্নটি মনোযোগ দিয়ে শোনেন তিনি। কিছুক্ষণ চুপ থেকে বলেন, ‘আপনি পত্রিকা থেকে ফোন করেছেন কিনা জানিও না। কাজেই এ বিষয়ে টেলিফোনে কিছু বলবো না। কিছু জানার থাকলে সরাসরি আমার সঙ্গে দেখা করুন।’

এদিকে, দক্ষিণ জেলা আওয়ামী লীগের দুবাই ও উত্তর আমিরাত শাখা গঠিত হওয়ার পর নব গঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও দক্ষিণ জেলার সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান ছবি সম্বলিত ব্যানার শোভা পাচ্ছে দক্ষিণ চট্টগ্রামের দোহাজারী, চন্দনাইশসহ বিভিন্ন এলাকায়। এ নিয়ে একুশে পত্রিকার তৎপরতা শুরু হলে রাতারাতি এসব ব্যানার গুটিয়ে ফেলা হয়। অথচ শুক্রবার সন্ধ্যায়ও স্থানীয়রা এসব ব্যানার শোভা পেতে দেখেছেন।

একুশে/এটি