ঢাকা : ২০১৪ সালের নির্বাচন ঠেকাতে পারে নাই, এবারও সময় মতো নির্বাচন হবে, কেউ ঠেকাতে পারবে না। কেউ আসুক না আসুক নির্বাচন সময়মতো হবে। কেউ আটকাতে পারবে না। বললেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বিকেলে গণভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি গত নির্বাচনে আসেনি, তাতে নির্বাচন বন্ধ হয়ে যায়নি। আমরা ওইবার জানতাম তারা নির্বাচনে আসবেন। কিন্তু শেষ পর্যন্ত তারা আসেনি। তাতে তো নির্বাচন থেমে যায়নি। তো এবারও তাদের আসার কথা আছে। তবে যদি এবারও না আসে তাহলে আমাদের কিছুই করার থাকবে না। আমরা তাদের কোনও রকম শাস্তি দেইনি। এতিমদের টাকা মেরে খাওয়ায় শাস্তি পেয়েছেন।’
এসময় তিনি আরো বলেন, বিএনপির দলে কি বাংলাদেশের কেউ ছিলো না প্রতিনিধিত্ব করার জন্য? তারেক রহমানের মতো দুর্নীতি সর্বজনবিদিত লোককে কেন দিতে হল? আমি যখন জেলে গিয়েছিলাম আমি তো আমার ছেলে বা বোনকে দায়িত্ব দেইনি। দিয়েছিলাম নিজের দলের লোককেই। তাহলে তাদের কি প্রতিনিধিত্ব দেয়ার লোকের অভাব পড়ে গেছে।
সম্প্রতি ইতালিতে ইফাদ সম্মেলনে কৃষিতে বাংলাদেশের সাফল্য তুলে ধরতে গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব বক্তব্য তুলে ধরেন।
একুশে/এটি
