চট্টগ্রাম : চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেছেন, `জাতির জনক বঙ্গবন্ধুর ছবি যারা ভাংচুর করেছে এদের ক্ষমা নেই। চোর ডাকাতরা এতিমের হক লুটেপুটে খায়। এদের শাস্তি দেশের প্রচিলিত আইনের ধারায় হয়েছে।’
আজ সোমবার লন্ডন দূতাবাসে বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করার প্রতিবাদে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা কমিটি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়ন সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময় দেশের মধ্যে ঘাপটি মারা জামাত বিএনপির ষড়যন্ত্রকারীরা অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারাতে লিপ্ত।’
ন্যাক্কারজনকভাবে দূতাবাসে হামলা করা হয়েছে উল্লেখ করে চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব বলেন, ‘যে কোন অপশক্তিকে ছাড় দেয়া যাবে না।’
এসময় তিনি লন্ডন দূতাবাসে হামলার সাথে জড়িত সকল ষড়যন্ত্রকারীদের গ্রেফতারের দাবী জানান।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি চিত্রনায়ক পংকজ বৈদ্য সুজনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ দিদার আশরাফীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, লায়ন এ কে জাহেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ শাহিন, মুক্তিযোদ্ধা এস এম আবু তাহের, মুক্তিযোদ্ধা এম এ সালাম, ব্যাংকার ফাতেমা আকতার, সাংস্কৃতিক সংগঠক প্রণবরাজ বড়ুয়া, কাজী আইয়ুব, রোজী চৌধুরী, রিমন মুহুরী, হারুনুর রশীদ প্রমুখ।
