ডা. শাহাদাতের বাসায় খসরু

চট্টগ্রাম : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সোমবার বিকেলে সদ্য গ্রেফতার হওয়া চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের চকবাজারের বাসায় গেছেন।

এসময় তিনি ডা. শাহাদাত হোসেনের মায়ের সাথে দেখা করে তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।

পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‌‌নেতাকর্মীদের গ্রেফতার করে, মামলা দিয়ে বিএনপিকে দুর্বল করা যাবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র সফল হবে না। খালেদা জিয়াকে ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না।

তিনি আরো বলেন, ডা. শাহাদাত হোসেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। পুলিশ দলীয় কার্যালয়ের ভিতরে প্রবেশ করে তাকে যেভাবে গ্রেফতার করেছে তা শোভনীয় নয়। এছাড়াও তার মত একজন রাজনীতিবিদকে রিমান্ডে নেওয়া দুঃখজনক। তাছাড়া ঐদিন দলীয় কার্যালয়ের ভিতর থেকে মহিলা দলের নেতাকর্মীদের পুলিশ যেভাবে নাজেহাল করে গ্রেফতার করেছে তার জন্য প্রশাসনকে একদিন জবাব দিতে হবে বলে উচ্চারণ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

পরে তিনি ওই দিনের ঘটনায় গ্রেফতার অন্যান্য নেতাকর্মীদের বাসায় যান।

একুশে/ এএ