দক্ষিণ জেলা আওয়ামী লীগের ‘বিতর্কিত’ প্রবাসী শাখার অভিষেকে মফিজুর রহমান!

চট্টগ্রাম : তীব্র সমালোচনা, বিতর্কের পরও বিদেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের অবৈধ সাংগঠনিক তৎপরতা থামছেই না। সভাপতি মোসলেম উদ্দিনের পর এবার দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিতর্কিত প্রবাসী শাখার অভিষেক করতে সংযুক্ত আরব আমিরাত গেলেন সংগঠনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

এর আগে গত ২৪ নভেম্বর দক্ষিণ জেলা আওয়ামী লীগের দুবাই ও উত্তর আমিরাত শাখার ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ। এ উপলক্ষে আরব আমিরাতে আয়োজকদের কাছ থেকে ৭ দিন ধরে রাজকীয় আতিথেয়তা গ্রহণ করেন তিনি। তিনমাস পর রাজকীয় আয়োজনে সেই কমিটির অভিষেক করতে গেলেন সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

এ সংক্রান্ত রোববার একুশে পত্রিকায় ‘বিদেশে দক্ষিণ জেলা আওয়ামী লীগের ‘দোকান’’ শিরোনামে প্রকাশিত সংবাদে দেশের কোনো সাংগঠনিক ইউনিটের অধীনে বিদেশে শাখা খোলার ঘটনায় বিস্ময় প্রকাশ করেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ও উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ দুবাই ও উত্তর আমিরাত প্রবাসী শাখার ‘অভিষেক অনুষ্ঠান’ সম্পন্ন হয়। যেখানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

এছাড়াও এসময় তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামীলীগ আবুধাবি ইউএই শাখার অভিষেক অনুষ্ঠান ও ভাষা শহীদদের স্বরণে আলোচনা সভায় অংশ নেন। প্রবাসী শাখার এসব আয়োজনে আরো অংশ নেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনি, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন।

এর আগে অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে গত ১৩ ফেব্রুয়ারী চট্রগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান আরব আমিরাতে যান। মফিজুর রহমানের দুই কন্যাও তার সাথে দুবাই সফরে রয়েছেন বলে সূত্র জানায়।

বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফের কাছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রবাসী শাখা গঠনের বৈধতা সম্পর্কে জানতে চাইলে তিনি একুশে পত্রিকাকে বলেন, ‘না, এরকম কোনো বিধান নেই। জেলা বা শাখার অধীনে বিদেশে শাখা হতে পারে না। এটি একেবারেই অবাস্তব।’

এ সময় তিনি যারা একাজ করেছেন, তারা বিদেশে দোকান খুলে বসেছেন বলে মন্তব্য করেন। আরো বলেন, ‘বিষয়টি আমার জানা ছিলো না। আজ জানলাম। এখন আমি খতিয়ে দেখবো।’

এ রিপোর্ট লেখা পর্যন্ত চট্রগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দুবাইয়ে অবস্থান করায় তার বক্তব্য জানা যায়নি।

আরো : বিদেশে দক্ষিণ জেলা আওয়ামী লীগের ‘দোকান’!

একুশে/ এএ /এটি