শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

কর্ণফুলী দূষণের দায়ে অয়েল ট্যাংকারকে জরিমানা

| প্রকাশিতঃ ১১ জুলাই ২০১৬ | ৬:২১ অপরাহ্ন

চট্টগ্রাম: কর্ণফুলী দূষণের দায়ে ‘এমটি আরজু’ নামে একটি অয়েল ট্যাংকারকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভিন।

তিনি জানান, তেল নির্গমন করে কর্ণফুলী নদী দূষণের দায়ে অয়েল ট্যাংকারটির মালিক পক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে গত শনিবার রাতে ডাঙার চর এলাকায় কর্ণফুলী নদীর মেঘনা অয়েল জেটির পাশে ডিজেল বোঝাই ট্যাংকার আরজুর সঙ্গে মার্কেন্টাইল-১৯ এর সংঘর্ষ হয়। এতে আরজুর ৪ নম্বর ট্যাংকের পাশে গর্তের সৃষ্টি হয়ে নদীতে তেল ছড়িয়ে পড়ে। পরে কোস্টগার্ডের টহল দল জাহাজ দুটি আটক করে ডাঙার চরে নিয়ে যায়। এরপর ৬০ হাজার লিটার তেল আরেকটি ট্যাংকারে স্থানান্তর করা হয়। এরপরও ‘এমটি আরজু’ নামে একটি অয়েল ট্যাংকার থেকে তেল নির্গমন হওয়ায় জরিমানা করা হয়েছে।