চবিতে অনির্দিষ্টকালের অবরোধ ডেকেছে ছাত্রলীগ

চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো.আলী আজগর চৌধুরীর অব্যাহতির দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক অংশের নেতাকর্মীরা।

মঙ্গলবার(২০ ফেব্রুয়ারি) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের হলে অভিযানের প্রতিবাদে দুপুরে এ অবরোধের ডাক দেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর টিপু।

এর আগে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের পর মধ্যরাতে হলে অভিযানের জেরে শাটল ট্রেনের হুইস পাইপ কেটে দেয় ছাত্রলীগ। ফলে সকাল থেকে কোনো শাটল ট্রেন বিশ্ববিদ্যালয় অভিমুখে ছেড়ে যেতে পারেনি।

ষোলশহর স্টেশন মাস্টার শাহাবুদ্দিন বলেন, ‘সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী চট্টগ্রাম রেলস্টেশনে গিয়ে শাটল ট্রেনের হোসপাইপ কেটে দেন। তাদের বাধায় এখন পর্যন্ত কোনও শাটল ট্রেন বিশ্ববিদ্যালয়ে যেতে পারেনি।’

আলমগীর টিপু বলেন, ঘুমন্ত ছাত্রদের ওপর হামলার ঘটনায় প্রক্টর আলী আজগর চৌধুরীর সম্পৃক্ততা রয়েছে। তাই তার অব্যাহতি চেয়ে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছি।

গতকাল (সোমবার)বিকেলে ছাত্রলীগের দু’গ্রুপে দফায় দফায় সংঘর্ষের পর আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি)ভোরে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল, শাহ আমানত ও সোহরাওয়ার্দী হলে এ অভিযান চালানো হয়।

অভিযানে শাহজালাল থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি এলজি ও সোহরাওয়ার্দী হল থেকে কয়েক বস্তা রামদা ও পাথর পাওয়া যায়। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় বলে জানিয়েছে হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আলী আজগর চৌধুরী বলেন, ‘অভিযানে শাহজালাল হল থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি অগ্নেয়াস্ত্র (এলজি) ও সোহরাওয়ার্দী হল থেকে দেশি অস্ত্র পাওয়া গেছে। ক্যাম্পাসে অস্থিতিশীলতা থামাতে এ অভিযান পরিচালনা করা হয়।’

আরো : চবির হল থেকে এলজি ও বস্তাভর্তি দেশি অস্ত্র উদ্ধার

একুশে/এএ