চবিতে ছাত্রলীগের একাংশের তাণ্ডবে উদ্বিগ্ন শিক্ষক সমিতি

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টর কার্যালয়ে হামলা এবং কয়েকটি বিভাগ ও গাড়ি ভাংচুরের ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মঙ্গলবার সন্ধ্যায় সভাপতি মিহির কুমার রায় এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ মুয়াজ্জম হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই ক্ষোভ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়- আজ সকাল থেকে কতিপয় দুষ্কৃতকারী বিশ্ববিদ্যালয়ে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি করে। তারা শিক্ষার্থীদের চলাচলের জন্য নির্ধারিত শাটল ট্রেন বন্ধ করে দেয়। বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে রাখা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী বেশ কিছু গাড়ি ভাংচুর করে। এসময় তারা শেখ কামাল জিমনেশিয়ামও ভাংচুর করে।”

শিক্ষক সমিতির বিবৃতিতে আরো বলা হয়- এমনকি তারা শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত প্রক্টর অফিসের কক্ষসমূহে হামলা করে এবং ওই কার্যালয়ের সামনে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের গাড়িতেও ভাংচুর চালানো হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ ধরণের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। একইসাথে সমিতি এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে।

উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশ্ববিদ্যালয়ে ‘অস্থিতিশীল পরিস্থিতি’ সৃষ্টি করাই হামলাকারীদের লক্ষ্য বলে বিবৃতিতে দাবি করা হয়। পাশাপাশি ঘটনার নেপথ্যে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় শিক্ষক সমিতির বিবৃতিতে।