চট্টগ্রাম: কারাবন্দি বিএনপি নেতা আসলাম চৌধুরীকে বিস্ফোরক আইনে করা একটি মামলায় জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম নওরিন আক্তার কাঁকন শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, ২০১৪ সালের ২ নভেম্বর নগরীর কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকায় পেট্রোল বোমা ও ককটেল ছুড়ে মারে বিএনপি নেতাকর্মীরা। এতে এক রিকশাচালক আহত হন। এ ঘটনায় আসলাম চৌধুরীসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়।
তিনি জানা, মামলাটিতে জিজ্ঞাসাবাদের জন্য আসলাম চৌধুরীকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে তাকে জেল গেইটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। শুনানির সময়ে আসলাম চৌধুরীকে আদালতে হাজির করা হয়। পরে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
গত ১৫ মে ইসরাইলী গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে মিলে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ঢাকা থেকে গ্রেফতার হন বিএনপির যুগ্ন মহাসচিব আসলাম চৌধুরী। তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলা ও মহানগরী মিলিয়ে নাশকতার অভিযোগে ১৮টি মামলা রয়েছে।
