চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের ভাংচুরের ঘটনায় ২৪ ঘণ্টা পর অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে। বুধবার দুপুরের দিকে হাটহাজারী থানায় মামলাটি করেন বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া।
মামলার বিষয়টি স্বীকার করে হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, প্রক্টর কার্যালয় ও বাস ভাংচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি মামলা করেছে। মামলাটি অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে করা হয়েছে। আমরা ঘটনা তদন্ত করে দেখছি।
এর আগে গত সোমবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পুলিশের এক নায়েকসহ পাঁচজন আহত হয়। বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের কার্যালয়, কয়েকটি বিভাগের শ্রেণিকক্ষ, কেন্দ্রীয় ব্যায়ামাগার, বিশ্ববিদ্যালয়ে প্রেস, প্রক্টর ও সাংবাদিকে গাড়িসহ মোট ১৬ টি গাড়ি ভাংচুর করে তারা।
ওইদিন রাতে উত্তেজনা বিরাজ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন হলে অভিযান চালিয়ে দু’টি এলজি, রামদা ও পাথরসহ কয়েক বস্তা দেশিয় অস্ত্র উদ্ধার করে। গত মঙ্গলবার আবাসিক হলে নেতাকর্মীদের নির্যাতনে প্রক্টরের সম্পৃক্ততার অভিযোগ তুলে ছাত্রলীগ তার অব্যাহতি চেয়ে অবরোধের ডাক দেয়। তবে অনির্দিষ্টকালের ওই অবরোধ তিন শর্তে স্থগিত করা হয়।
