চবিতে যুবলীগের হামলায় দুই ছাত্রলীগ কর্মী আহত

চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থানীয় যুবলীগ কর্মীদের হামলায় দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। রোববার ভোর তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটে প্রধান ফটকের কাছে এ ঘটনা ঘটে।

আহত দুই শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডি্কেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত দু’জন ছাত্রলীগ কর্মী বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন, প্রবাল পাল (২১) ও রোকনুদ্দিন (২৪)।

চট্টগ্রাম মেডি্কেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক পরিদর্শক জহিরুল ইসলাম একুশে পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডি্কেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে রোকুনুদ্দিনকে গুরুতর আহত অবস্থায় ২৮ সম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে, অপরজনকে ক্যাজুয়েলটি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

প্রত্যক্ষদর্শি সূত্র জানায়, রাতে বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটের পাশের দোকানে চা খাওয়ার সময় তুচ্ছ বিষয় নিয়ে কথাকাকাটি হয় স্থানীয় যুবলীগ কর্মীদের সাথে ছাত্রলীগ কর্মীদের। এসময় যুবলীগ কর্মীদের হামলায় দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।

একুশে/এএ