শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

গরুর মাংস কিনে না আনায় গৃহবধূর আত্মহত্যা

| প্রকাশিতঃ ১২ জুলাই ২০১৬ | ৬:৩৬ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: গরুর মাংস কিনে না আনায় অভিমান করে জোহরা বেগম (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুর দুইটার দিকে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া লোহারপুল এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

জোহরা বেগম কুমিল্লার মুরাদনগর থানার বড় আলীর চর এলাকার মোঃ আলমের স্ত্রী। স্বামী-স্ত্রী দুজনই স্থানীয় মামস গার্মেন্টসে চাকরি করেন। গত জানুয়ারিতে তাদের বিয়ে হয়।

পাহাড়তলী থানার ওসি রনজিৎ কুমার বড়–য়া জানান, আলম-জোহরা দম্পতি সরাইপাড়া লোহারপুল এলাকার চৌধুরী মসজিদের পাশে লিয়াকত আলীর বাসায় ভাড়া থাকতেন। মঙ্গলবার সকালে জোহরা তার স্বামীকে বাজার থেকে গরুর মাংস কিনে আনতে বলেন। এরপর দুপুরে স্বামী ফিরলে গরুর মাংস কিনে না আনার ব্যাপারে দুজনের মধ্যে ঝগড়া হয়।

ওসি আরো জানান, একপর্যায়ে স্বামী ঘরের বাইরে গেলে স্ত্রী দরজা আটকে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।