চট্টগ্রাম : জেলার কর্ণফুলী উপজেলাতে তৃণমূলে ক্রিকেট প্রতিভা অন্বেষণের লক্ষ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা ট্রাস্ট আন্তঃস্কুল–মাদ্রাসা উপজেলা ক্রিকেট লীগ আগামী ৮ মার্চ আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াচ্ছে। টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ উপস্থিত থেকে উদ্বোধন করার কথা রয়েছে বলে জানানো হয়।
সোমবার বিকেলে কর্ণফুলী উপজেলা ক্রিকেট একাডেমীর উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
এতে বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও কর্ণফুলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বানাজা বেগম, সদস্য সচিব সালাহ উদ্দিন আহমেদ, মো. শহীদুল্লাহ, সাইফুদ্দিন মানিক, আলমগীর বাদশা, জালাল উদ্দিন ইকবাল, আবুল কাশেম ভুঁইয়া, হারুন পাটোয়ারী, আলাউদ্দিন মিয়া, মির্জা মাহবুব,সাহাবুদ্দিন, আবদুল মালেক, আজগর আলী পাপন,মিরাজুন্নবী, জাহেদুর রহমান, হাসান মুরাদ, আবদুল হান্নান, মো. নবী, মো. সাদ্দাম, মো. নাহিদ, মো. মামুন,আকবর আলী মানিক, ওসমান গণি সুমন, আবদুল মালেক, আজাদ খাঁন, হৃদয় তাহসান, নজরুল ইসলাম,দিল আহমদ, আলী হোসেন।
টুর্নামেন্টে ইতোমধ্যে কালারপোল হাজী ওমরা মিঞা চৌধুরী উচ্চ বিদ্যালয়, আয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজ, আজিম হাকিম স্কুল এন্ড কলেজ,চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, চরলক্ষ্যা গাউছিয়া মাদ্রাসা, কর্ণফুলী মডেল স্কুল, আছিয়া মোতালেব রিবিয়া নাজরিন স্কুল, দৌলতপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়,এজে চৌধুরী কৃষি বহুমুখী উচ্চ বিদ্যালয়, আলিম উদ্দীন স্কুল এন্ড কলেজ ও জুলধা শাহমীর পুর উচ্চ বিদ্যালয় এ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে।
আগামী ৮ মার্চ পুরাতন ব্রীজঘাটস্থ সিডিএ মাঠে এ ক্রিকেট লীগ অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্টে আবুল খায়ের গ্রুপ, এস আলম গ্রুপ,ডায়মন্ট সিমেন্ট, ফোর এইচ গ্রুপ, বিন হাবিব গ্রুপ, পোর্ট ল্যান্ড গ্রুপসহ ১১টি প্রতিষ্ঠান স্পন্সর হিসেবে খেলার ব্যয়ভার বহন করছে।
প্রেস ব্রিফিং এ টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক বানাজা বেগম বলেন, কর্ণফুলী উপজেলায় একটি খেলার মাঠ দরকার। এখানে খেলার মাঠ না থাকার ফলে এলাকার যুবক ও কিশোররা প্রতিদিন খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। কর্ণফুলী উপজেলায় একটি খেলার মাঠ নির্মাণের জন্য ভুমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের প্রতি আহবান জানান।
একুশে/এমএন/এএ
