চট্টগ্রাম : নগরীর হালিশহর কে-ব্লকে নারী উদ্যোক্তা মহররম সুলতানা সিক্তার ছিনতাই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে ছিনতাইকারী হাসেম (৩৭)।
বৃহস্পতিবার (১ মার্চ) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান আল ইমরানের আদালতে পৃথক একটি ছিনতাই মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে গিয়ে হালিশহরের ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ওই ছিনতাইকারী। বিষয়টি একুশে পত্রিকাকে নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান।
কামরুজ্জামান বলেন, ‘আবুল হাশেম একজন পেশাদার ছিনতাইকারী। নগরীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। সপ্তাহখানেক আগে নগরীর পাঁচলাইশে পৃথক একটি ছিনতাইয়ের ঘটনায় তাকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। আজ ওই মামলার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হালিশহরে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেছে সে।’
এদিকে ঘটনার একমাস দুইদিন পর ছিনতাইয়ের শিকার মহরম সুলতানা সিক্তার মামলা নিয়েছে হালিশহর থানা পুলিশ। মামলা নিয়েই আদালতে আসামীর রিমান্ড আবেদন করা হয়েছে বলে একুশে পত্রিকাকে জানিয়েছেন হালিশহর থানার ওসি (তদন্ত) বদরুল কবীর।
মহরম সুলতানা সিক্তা একুশে পত্রিকাকে বলেন,‘আজ (বৃহস্পতিবার) দুপুরে থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেছি। তবে ছিনতাই হওয়া মালামালের বিষয়ে তারা কিছু জানায়নি। যদিও গতকাল আসামী স্মীকার করেছিলো তারা আমার ব্যাগ ও মোবাইল দুটি (নোকিয়া ই ফাইভ ও আইফোন সিক্স-এস) নিয়েছে।’
ওসি (তদন্ত) বদরুল কবীর বলেন, ‘মূলত ছিনতাই হওয়া মোবাইল দুটি বন্ধ থাকায় এ বিষয়ে জানা যাচ্ছে না। আসামীর রিমান্ড আবেদন করা হয়েছে, ওই সময় তার কাছে বিস্তারিত জানতে চাওয়া হবে।’
/>> ছিনতাইকারীর পরিচয় নিয়ে পুলিশের কাছে ঘুরছে ছিনতাইয়ের শিকার নারী! (ভিডিওসহ)
>> একুশে পত্রিকায় খবর প্রকাশের পর পুলিশি তৎপরতা, ছিনতাইকারী গ্রেপ্তার
একুশে/এএ
