একুশে ডেস্ক : দল ক্ষমতায় এলে দুর্নীতিবাজদের বিচার করা হবে বলে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে জেলা পর্যায় থেকে শুরু করে বর্তমান মন্ত্রী-এমপিদের ১০ বছরের দুর্নীতি বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে।’
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দাবিতে আলোচনা সভায় এ কথা বলেন প্রধান অতিথি মওদুদ আহমদ। ২০ দলীয় জোটের শরিক দল ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এ সভার আয়োজন করে।
তিনি বলেন, ‘ডেসটিনি, হল-মার্ক, শেয়ার বাজারে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে, তাদের কারো বিচার হয়নি। সরকারকে একদিন বিদায় নিতে হবে। তখন এদের বিচার করা হবে।’
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘মানুষ যদি একবার ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে ব্যালটের মাধ্যমে আওয়ামী লীগকে শিক্ষা দেবে।’
খালেদা জিয়ার কারাবাস প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘সরকার যত কৌশলই করুক, আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়া মুক্তি পাবেন। জেল থেকে বের হলে তার জনপ্রিয়তা তিন গুণ বাড়বে।’
আলোচনা সভায় উপস্থিত ছিলেন এনপিপির সভাপতি অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় পার্টির মহাসচিব (কাজী জাফর অংশ) ও সাবেক এমপি মোস্তফা জামাল হায়দার, বিএনপির সাবেক এমপি নিতাই রায় চৌধুরী, বিএনপি কার্যনির্বাহী সদস্য আবু নাসির রহমতুল্লাহ, লেবার পার্টির মহাসচিব হামিদুল আল মেহেদী, নড়াইলের উপজেলা বিএনপির চেয়ারম্যান হেলাল আহমেদসহ অনেকে।
একুশে/এএ
