রাষ্ট্রদূত আবিদা ইসলামের সম্মানে কোরিয়ায় চিটাগাং এসোসিয়েশনের আয়োজন

দক্ষিণ কোরিয়া প্রতিনিধি : দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের এক অভিজাত রেস্টুরেন্টের হল রুমে কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সম্মানে নৈশভোজ ও স্বাধীনতার তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১ মার্চ) চিটাগাং এসোসিয়েশন অব সাউথ কোরিয়া আয়োজনে সংগঠনের সভাপতি মেক্সিম চৌধূরীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ ও অসিম কুমার দে-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত আবিদা ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ মাসুদ রানা চৌধূরী, প্রথম সচিব মো. জাহিদুল ইসলাম ভূঁইয়া, প্রথম সচিব(শ্রম) রুহুল আমিন।

বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, সিনিয়র সহ সভাপতি ফরিদ হান্নান, ওমর ফারুক হিমেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সাইফুল হক, আজম খান প্রমুখ।

রাষ্ট্রদূত আবিদা ইসলাম বিদেশের মাটিতে বাংলাদেশি প্রবাসীদের দেশপ্রীতি, ঐকবদ্ধতা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের যে কোনো ইতিবাচক উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেন।