একুশে ডেস্ক : পাকিস্তান সুপার লিগের প্রথম তিন ম্যাচই হেরেছে লাহোর কালান্দার্স। দল হারলেও বল হাতে তিন ম্যাচেই নৈপুণ্য দেখিয়েছেন কাটার মাষ্টার খ্যাত মোস্তাফিজুর রহমান। কিন্তু শুক্রবার চতুর্থ ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে বল হাতে হতাশ করেছেন বাঁহাতি এই পেসার, সুপার ওভারে তার বোলিংয়ে ম্যাচও হেরেছে দল।
আগের ম্যাচগুলোতে ব্যাটসম্যানদের রানখরায় ভুগিয়েছেন যেই মোস্তাফিজ, ইসলামাবাদের বিপক্ষে ৪ ওভারে তিনিই খরচ করেছেন ৩৯ রান। উইকেট মিলেছে ১টি।
শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নামে ইসলামাবাদ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১২১ রান করে তারা। ইসলামাবাদের জেপি ডুমিনি সর্বোচ্চ ৩৪ রান করেন। হুসাইন তালাত ৩৩ রানে অপরাজিত ছিলেন।
লাহোরের ইয়াসির শাহ ৩টি ও সোহাইল খান ২টি উইকেট পান। মোস্তাফিজুর রহমান, ফখর জামান ও সালমান ইরশাদ ১টি করে উইকেট পান।
জবাবে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ বল বাকি থাকতেই সব উইকেট হারিয়ে লাহোর কালান্দার্সও ১২১ রান করে। আঘা সালমানের ৪৮ ও ব্রেন্ডন ম্যাককালামের ৩৪ রানে জয়ের দিকে চলতে থাকে লাহোর। কিন্তু সালমানের উইকেটের পর দ্রুত উইকেট যেতে থাকলে ১২১ রানেই থেমে যায় লাহোর। ম্যাচ টাই হয়ে গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারের শুরুতে ব্যাটিংয়ে এসে ১ উইকেট হারিয়ে ১৫ রান তোলে লাহোর। ইসলামাবাদের সামনে ১৬ রানের টার্গেট দিয়ে মোস্তাফিজকেই বোলিংয়ে আনে লাহোর। পুরো ম্যাচে বোলিংয়ে হতাশ করে সুপার ওভারেও হতাশায় ডুবিয়ে দিলেন তিনি। সুপার ওভারে বাঁহাতি এই পেসার ১টি চার আর দুই ছক্কাসহ দিয়েছিলেন ১৯ রান। তাই ম্যাচ হারের দায়টা এলো মোস্তাফিজের ঘাড়েই।
ম্যাচসেরা হয়েছেন ইসলামাবাদের মোহাম্মদ সামি।
একুশে/এএ
