স্ত্রীর আত্মহত্যার ঘটনায় মামলা, স্বামী গ্রেফতার

ctgচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় স্ত্রীর আত্মহত্যার ঘটনায় স্বামী মোঃ আলমকে (৩০) আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নিহত স্ত্রী জোহরা বেগমের ভাই বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পাহাড়তলী থানার ওসি রণজিৎ বড়–য়া জানান, গত ৭ মাস ধরে স্ত্রী জোহরা বেগমকে স্বামী আলম শারীরিক নির্যাতন করেছেন অভিযোগ তুলে নিহত জোহরার ভাই একটি মামলা দায়ের করেছে। এই মামলার আসামি আলমকে বুধবার সকালে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত গত মঙ্গলবার দুপুরে পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় স্বামীর সাথে ঝগড়া করে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে স্ত্রী জোহরা বেগম আত্মহত্যা করে।