শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

শাহ আমানত বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

| প্রকাশিতঃ ১৩ জুলাই ২০১৬ | ১২:৫২ অপরাহ্ন

ctg airportচট্টগ্রাম: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ। বিমানবন্দর এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), আনসার ও কাস্টমস কর্মকর্তার সংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি বিমানবন্দরের আশপাশের এলাকায় নিয়মিত টহল দিচ্ছে র‌্যাব-পুলিশ।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার রিয়াজুল কবির বলেন, গুলশান হামলার পর থেকেই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তায় বাড়ানো হয়েছে লোকবল। দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদেরও সতর্ক করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ১ জুলাই গুলশানে হামলার পর বিমানবন্দর এলাকায় অতিরিক্ত ৫০ জন এপিবিএন সদস্য বাড়ানো হয়েছে। সবমিলিয়ে এখন ৩০০ জন এপিবিএন সদস্য দায়িত্ব পালন করছেন। বিমানবন্দরে কাস্টমস শাখার শূন্যপদে দুই জন কর্মকর্তাকে পদায়ন করা হয়। এছাড়া বিমানবন্দরে দায়িত্বরত সকল সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।