শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

রাতে-সকালে একা চলাচল না করার অনুরোধ পুলিশের

| প্রকাশিতঃ ১৩ জুলাই ২০১৬ | ৮:২৫ অপরাহ্ন

police bdচট্টগ্রাম: সেবায়েত, পুরোহিত ও ভিক্ষুদের সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত একা বাইরে চলাচল না করতে অনুরোধ করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম। বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে নিজের মতামত দিতে গিয়ে তিনি এই অনুরোধ করেন।

তিনি বলেন, সেবায়েত ও পুরোহিতদের উপর হামলার ঘটনাগুলো পর্যবেক্ষণ করে দেখা গেছে, ৬টা থেকে ৮টা পর্যন্ত সময়ে ঘটনাগুলো ঘটছে। এছাড়াও অনেকে রাতে মন্দির বা মঠে একা রাতযাপন করেন, যা হামলার সুযোগ হিসেবে জঙ্গিরা ব্যবহার করছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সেবায়েত, পুরোহিত ও ভিক্ষুদের সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত একা বাইরে চলাচল না করলে জঙ্গিদের হাত থেকে ধর্মীয় ব্যক্তিদের রক্ষা করা সম্ভব হবে। প্রয়োজনে বাইরে যেতে হলে তাদেরকে পুলিশ নিরাপত্তা দেবে।

জিআইজি শফিকুল প্রধানমন্ত্রীকে জানান, চট্টগ্রামে বড় ধরনের জঙ্গি হামলার পরিকল্পনাকারী কয়েকজনকে সীতাকুন্ড থেকে গ্রেফতার করা হয়েছে। পলাতক একজনকে গ্রেফতার করলে অনেক তথ্য জানা যাবে। গতমাসে জঙ্গি বিরোধী অভিযানে চট্টগ্রাম থেকে ১৫জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, কক্সবাজার ও পার্বত্য জেলাগুলোতে বিদেশী নাগরিক আসে, তাদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রামে যারা বাসা ভাড়া করে থাকে তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। কুমিল্লা জেলায় ৫০০টি বাসার মধ্যে ৩০টি বাসায় নজরদারি রাখা হয়েছে।

প্রধানমন্ত্রীকে তিনি আরো জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা নিখোঁজ রয়েছে তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে। আইজিপি মহোদয়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশেষ টিম গঠন করা হয়েছে। নিখোঁজ হওয়ার ব্যাপারে কারা জড়িত তার তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এসময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ রুহুল আমীন, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, সিএমপি কমিশনার ইকবাল বাহার, পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার, খাগড়াছড়ি পুলিশ সুপার মজিদ মিয়া, চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যলয়ের উপাচার্য ও বিভিন্ন পেশাজীবিরা উপস্থিত ছিলেন।