জনসভা মঞ্চে শেখ হাসিনা

ঢাকা : সোহরাওয়ার্দী উদ্যানে ৭ মার্চের জনসভায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেল ৩টার দিকে জনসভা মঞ্চে এসে আসন গ্রহণ করেন।

৭ মার্চের জনসভা উপলক্ষে নৌকা সাদৃশ বিশাল মঞ্চ তৈরি করা হয়। এই মঞ্চে বসেই জনসভার সভাপতিত্ব করবেন শেখ হাসিনা। জনসভার শেষপর্বে প্রধান অতিথির ভাষণও দিবেন প্রধানমন্ত্রী।

জনসভায় দুপুরের আগ থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেন। বিকেল ৩টার আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় জনসভাস্থল।

শুধু ঢাকা নয় ঢাকার বাইরের জেলা থেকেও নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। এই জনসভার মাধ্যমে বিশাল সমাগম ঘটিয়ে নির্বাচনী শোডাউনের নজির স্থাপন করতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আরো : সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে জনতার ঢল
সরেজমিনে দেখা যায়, সকাল ১১টা থেকে জনসভায় যোগ দিতে ঢাকা মহানগরসহ আশপাশের নেতাকর্মীরা উংসব আমেজে লাল-সবুজ, হলুদ- সাদা গেঞ্জি, ক্যাপ পরিধান করে মিছিল সহকারে জনসভাস্থলে প্রবেশ করা শুরু করে।

নেতাকর্মীরা মিছিল সহকারে সোহরাওয়াদী উদ্যানের তিন নেতার মাজার গেট, রমনা কালি মন্দির গেট, টিএসসি গেট, বাংলা একাডেমী গেট, চারুকলা গেট দিয়ে প্রবেশ করছে। আর ভিআইপিরা রমনার আইইবি গেট দিয়ে প্রবেশ করছে।

জনসভা উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণের জন্য শাহবাগ হয়ে মৎস্য ভবন পর্যন্ত নিয়ন্ত্রণ করা হয়েছে। এছাড়াও কাটাবনের একপাশ বন্ধ করা হয়েছে।

একুশে/এএ