চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীর বেশ ধরে এক ছাত্রীর মোবাইল চুরির সময় নাসরিন আক্তার (২৬) নামে এক তরুণীকে হাতেনাতে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটক ওই তরুণীর গ্রামের বাড়ি পটিয়া উপজেলার খরনা এলাকার ৬ নং ওয়ার্ডে। তার বাবার নাম আবুল কাশেম।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ফিন্যান্স বিভাগ থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রায় সময় নাসরিন আক্তার শিক্ষার্থীর বেশে বিভিন্ন অনুষদে ঘুরাফেরা করেন। প্রতিদিনের মতো বুধবার বেলা ১১টার দিকে মার্কেটিং বিভাগের ওয়াশরুমে যান তিনি। সেখানে এক ছাত্রীর ব্যাগে থাকা মোবাইল নিয়ে কৌশলে সটকে পড়েন এবং ফিন্যন্স বিভাগে চলে যান। পরে সন্দেহ হওয়ায় এক কর্মকর্তা তাকে ফিন্যান্স বিভাগের সভাপতির কাছে নিয়ে যান। পরে ওই তরুণীর কাছ থেকে চুরি হওয়া মোবাইল উদ্ধার করা হয়।
ফিন্যান্স বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, আটক নাসরিন আক্তার মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থীর মোবাইল চুরি করে ফিন্যান্স বিভাগে আসেন। আমাদের এক কর্মকর্তা তাকে সন্দেহ করলে তার কাছ থেকে চুরি হওয়া মোবাইল পাওয়া যায়। বিষয়টি প্রক্টরিয়াল বডিকে জানানোর তারা আইনগত ব্যবস্থা নিয়েছে।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহসিন মজুমদার বলেন, আটক নাসরিন আক্তারকে থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
একুশে/এএ
