নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, ‘ক্ষমতায় ঠিকে থাকতে সরকার দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। মানুষের গণতান্ত্রিক অধিকার এখন কারাবন্দি।’
বৃহস্পতিবার (৮ মার্চ) সকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র আজ প্রায় মৃত। বিএনপি যে শান্তিপূর্ণ আন্দোলন করছে তা শুধু বেগম জিয়ার মুক্তি জন্য নয়, এ আন্দোলন গণতন্ত্র পুন:রুদ্ধারের জন্য, মানুষের মুক্তির জন্য, দেশকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের হাত থেকে মুক্তির জন্য।’
মাহবুবের রহমান শামীম বলেন, ‘বর্তমান সরকার অনির্বাচিত সরকার, তাদের অধীনে কোন নির্বাচন হতে পারে না। তাই বেগম জিয়াকে মুক্তি দিয়ে বর্তমান সংসদ ভেঙ্গে দিয়ে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে। বিরোধী দলের নেতাকর্মীদের সব মামলা প্রত্যাহার ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে বিএনপিসহ সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে।’
বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, ‘মিথ্যা মামলায় খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে রেখেছে সরকার। এখন তার জামিনও বিলম্বিত করানো হচ্ছে। বেগম জিয়ার জামিন বিলম্বিত করে সরকার বিএনপিকে সংঘাতময় রাজনীতির দিকে ঠেলে দিতে চাইছে। কিন্তু বিএনপি সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না বলেই ধৈয্য ধারণ করে নিয়মতান্ত্রিক সুশৃংঙ্খল আন্দোলন করে যাচ্ছে।’
চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহানগর বিএনপির সহসভাপতি এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, হাজী মো. আলী, হারুন জামান, সৈয়দ আহমদ, মাহবুব আলম, নিয়াজ মোহাম্মদ খান, কামাল উদ্দিন কন্ট্রক্টর, অধ্যাপক নুরুল আালম রাজু, এস এম আবুল ফয়েজ, এম এ হান্নান, যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আর. ইউ. চৌধুরী শাহিন, ইয়াছিন চৌধুরী লিটন প্রমুখ।
একুশে/এএ
