এক বছর আগের সুখস্মৃতি কি জাগাবে আজ?

ঘরের মাঠে টানা পরাজয়ের পর শ্রীলঙ্কার মাটিতেও শুরুটা সুখকর হয়নি। নিদাহাস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে করুণভাবে হারে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় স্বাগতিক লঙ্কানদের মুখোমুখি হবে টাইগাররা। এতো হোঁচটের পর আজ কি পারবে চেনারূপে ফিরতে?

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাঠে নামবে দুই দল। বিটিভি, চ্যানেল নাইন ও ডিস্পোর্টস খেলাটি সমপ্রচার করবে।

জানুয়ারিতে যখন ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশে এলো শ্রীলঙ্কা, তখন বাংলাদেশ উড়ছে। ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে-শ্রীলঙ্কাকে হটিয়ে ট্রফিটা জেতা নিয়ে শঙ্কা তেমন ছিলই না, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট আর টি-টোয়েন্টিতেও জয়ের আশাটাও ছিল উঁচু তারে বাঁধা। বছর দুয়েক ধরে শ্রীলঙ্কা কেবলই নিচে নামছিল, বাংলাদেশ সে সময়ে উড়ছিল।

ফাস্ট ফরোয়ার্ড করে মার্চে চলে আসুন। ঢাকা থেকে আসুন কলম্বোয়। শ্রীলঙ্কা এখন উড়ছে, আর বাংলাদেশ দল নিজেদের হারিয়ে খুঁজছে। মাঝে ত্রিদেশীয় সিরিজ, টেস্ট, টি-টোয়েন্টি—সবই জিতে নিয়ে গেছে লঙ্কানরা। বাংলাদেশ পড়ে গেছে হারের ঘূর্ণাবর্তে। এদিক-ওদিক অনেক হাতড়েও একটা জয় মিলছে না।

আত্মবিশ্বাসের ১৮০ ডিগ্রি ফারাক নিয়েই আজ প্রেমাদাসা স্টেডিয়ামে টস করতে নামবেন দুই অধিনায়ক দিনেশ চান্ডিমাল ও মাহমুদুল্লাহ।
নিদাহাস ট্রফিতে হার দিয়ে নিজেদের মিশন শুরু করেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে টাইগাররা হেরেছিল ৬ উইকেটে। অন্যদিকে ভারতকে উড়িয়ে শুরু করেছিল শ্রীলঙ্কা। বলার অপেক্ষা রাখে না শ্রীলঙ্কা এখন ত্রিদেশীয় এই টুর্নামেন্টে হট ফেভারিট।