চট্টগ্রামে বিধবা নারীকে গলা কেটে হত্যা

murderচট্টগ্রাম: চট্টগ্রামের ভুজপুর থানা এলাকায় গলাকেটে জগুন বিবি (৫০) নামে এক বিধবা নারীকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগানবাজার ইউনিয়নের মকিম নগর গ্রাম থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত জগুন বিবি ভুজপুরের বাগানবাজার ইউনিয়নের মকিম নগর আনারস টিলা এলাকার খোরশেদ আলমের স্ত্রী।

ভুজপুর থানার ওসি লিয়াকত আলী জানান, রাতে বাড়িতে ঢুকে জগুনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।