চট্টগ্রাম: চট্টগ্রামের ভুজপুরে আওয়ামী লীগের শোভাযাত্রায় হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার তিন বছর পর গত বুধবার দিনগত রাতে কাজিরহাট বাজার এলাকা থেকে মোঃ বখতেয়ারকে গ্রেফতার করা হয়।
ফটিকছড়ি থানার ওসি লিয়াকত আলী বলেন, ভুজপুরে শোভাযাত্রায় তান্ডব চালানোর ঘটনায় বখতেয়ার সরাসরি অংশ নিয়েছিল। মামলার আসামি হওয়ার পর থেকে সে এলাকা ছেড়ে পালিয়েছিল। গোপন সূত্রে তার অবস্থানের খবর পেয়ে অভিযানে চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত ২০১৩ সালের ১১ এপ্রিল বিএনপি-জামায়াতের হরতাল চলাকালে ভুজপুরে আওয়ামী লীগের শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগের তিনজনকে হত্যা ও দুই শতাধিক গাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটে। এই ঘটনার জন্য ওই এলাকার বিএনপি-জামায়াত কর্মীদেরকে দায়ী করে আওয়ামী লীগ।
