নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত না করে কোনো ধরনের সংবর্ধনা নেবেন না বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।
৩৫ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে বুধবার দুপুরে দলীয় কার্যালয় নাসিমন ভবনে তিনি এ ঘোষণা দেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আমাদের এই সংগ্রাম দেশনেত্রীকে মুক্ত করে নিয়ে আসার লড়াই। এই লড়াই আমাদের নেতা-কর্মীসহ বাংলাদেশের মানুষ এবং গণতন্ত্রকে মুক্ত করার লড়াই। দেশনেত্রী বেগম জিয়াকে মুক্ত না করে এ মুহূর্তে কোনো সংবর্ধনা নেব না। বেগম জিয়াকে মুক্ত করতে আন্দোলন ছাড়া কোনো বিকল্প নাই। আন্দোলনের মাধ্যমেই তাকে আমরা মুক্ত করে আনব।’
নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানিয়ে নগর বিএনপির এ নেতা বলেন, ‘যদি কোনো ষড়যন্ত্র করা হয়, নেত্রীকে বাইরে রেখে নির্বাচনের চিন্তা করা হয়-এ জন্য নেতাকর্মীদের সব প্রস্তুতি নিয়ে রাখতে হবে। নেতৃত্বদানকারী নেতারা যদি কারাগারে থাকে তাহলে নিজেদের দায়িত্ব নিতে হবে। সব ধরনের প্রস্তুতি নিয়ে সরকার দলের ষড়যন্ত্র বানচাল করতে হবে।’
এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আগামী রোববার (১৮ মার্চ) পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ বুধবার (১৪ মার্চ) এ আদেশ দেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে দুদক ও রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানিতে দুদকের আইনজীবীরা সময় আবেদন করলে আদালত আগামী রোববার পর্যন্ত জামিন স্থগিত করে ওই দিন শুনানির জন্য দিন ধার্য করেন।
বুধবার বেলা পৌনে ১১টার দিকে ডা. শাহাদাত হোসেনকে মুক্তি দেয়া হয়েছে বলে জানান চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির।
জানা গেছে, শাহাদাতকে মুক্তি দেয়ার খবরে মঙ্গলবার বিকালে কারাফটকের সামনে জড়ো হন নেতাকর্মীরা। পরে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। বুধবার সকালেও কারাফটকের সামনে পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে শাহাদাতের ব্যক্তিগত সহকারী মারুফুল ইসলাম একটি পাজেরো নিয়ে কারাগারের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেন। পরে ওই পাজেরোতে করে তিনি নাসিমন ভবনে যান।
নাসিমন ভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান এবং সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মণিসহ নেতাকর্মীরা শাহাদাতকে ফুলের মালা দিয়ে স্বাগত জানান। পরে নেতাকর্মীরা নাসিমন ভবনের ভেতরে মিছিল করেন।
উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়েছিল শাহাদাতকে। নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে থেকে তাকে গ্রেফতারের পর শাহাদাতের বিরুদ্ধে দুটি মামলা করা হয়। ওই দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিনের পর ফেনীর একটি মামলায় শাহাদাতকে গ্রেফতার দেখানো হয়। সেই মামলায়ও জামিনের পর তাকে মুক্তি দেয়া হয়।
আরো পড়ুন : জামিনে মুক্ত বিএনপি নেতা ডা. শাহাদাত
একুশে/এএ
