উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন : এম এ মোতালেব

একুশে ডেস্ক : সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব বলেছেন, ‘দেশে উন্নয়নর ধারাবাহিকতা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবার নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করুন।’

বুধবার সকালে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, দেশে যত উন্নয়ন হয়েছে, সব আওয়ামী লীগ ও শেখ হাসিনার হাত ধরে হয়েছে। বাংলাদেশের উন্নয়নের জন্য বঙ্গবন্ধুরকন্যা শেখ হাসিনার বিকল্প আর কিছু নেই। দেশকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে হবে। সারাবিশ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নন্দিত নেতা।

তিনি আরো বলেন, ‘২১ মার্চ পটিয়া অনুষ্ঠেয় প্রধানমন্ত্রীর জনসভা সার্বিকভাবে সফল করতে হবে। এর মাধ্যমে আগামী নির্বাচনের প্রাথমিক প্রচার প্রচারণা শুরু করা হবে। মনে রাখতে হবে একদিকে বিএনপি-জামায়াত জোটের হত্যা, ধ্বংসের রাজনীতি আর অপরদিকে ক্রমাগত উন্নয়নের রাজনীতি।’

সভায় সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী, সহ সভাপতি মূদৃল দাশ, এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, হোসেন কবির, চেয়ারম্যান রমজান আলী, আহমদ মিয়া, আকতার হোসেন চেয়ারম্যান, ইউনুচ খোকন, তাপস দও, মোঃ রিদোয়ান, মাহবুব সিকদার প্রমুখ বক্তব্য রাখেন।

একুশে/এএ