‘বুড়ো অধিনায়ক’ মিসবাহর বিশ্বরেকর্ড

Misbah Ul Haqঢাকা: অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন মিসবা-উল-হক। গতকাল লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ৪২ বছর ৪৭ দিনের মাথায় এই কীর্তি গড়েন তিনি। এই রেকর্ডটি আগে ছিল বব সিম্পসনের। ১৯৭৭-৭৮ মৌসুমে ৪১ বছর ৩৫৯ দিনে সেঞ্চুরি করেছিলেন তিনি।

গতকাল টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ৭৭ রানে ৩ উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়ে দলটি । মিসবাহ নেমে পুরো রক্ষণাত্মক খেলতে শুরু করেন। প্রথম ২ রান করেন ১৯ বলে। স্টিভেন ফিনের বলে ১৬ রানের মাথায় একবার জীবনও পান। সেবার মিস করেন জো রুট। হাফসেঞ্চুরির পর ৫৮ রানে আসাদ শফিকের সঙ্গে ভুল বুঝাবুঝিতে রান আউট হতে যাচ্ছিলেন। এবারও ভাগ্য তাকে রেহাই দেয়। মিসবাহ এরপর আর ভুল করেননি। দিনশেষে ১১০ রানে অপরাজিত থাকেন।

মিসবাহকে দুর্ভাগ্য স্পর্শ করতে না পারলেও পাকিস্তানকে ঠিকই করেছে। দিনের শেষ বলে রাহাত আলী ওকসের বলে বোল্ড হন। পাকিস্তান প্রথমদিন শেষ করে ৬ উইকেটে ২৮২ তে।