আকাশের মন ভাল নেই …

নিজস্ব প্রতিবেদক : ‘আকাশের মন ভালো নেই/ পাখি দের মন ভালো নেই/ গোলাপের মন ভালো নেই/ আমাদের মন ভালো নেই।’ বিপ্লবের গাওয়া এ গান সত্যিই বলছে। আকাশের রং কখন যে মনের রংয়েও প্রভাব রাখতে শুরু করে তা মানুষ নিজেও জানেনা।

বৃষ্টি আসবে আসবে করে কতদিন পূর্বাভাষ দিচ্ছে। কিন্তু বৃষ্টি এলো না এলো না এলো না! গত কিছু দিনে প্রচুর জলীয়বাষ্প আকাশে উঠেছে, সেই জলীয় বাষ্পই আকাশে আছে জমা হয়ে। বঙ্গোপসাগর ও চট্টগ্রামের ভূ-ভাগে একটা স্বাভাবিক মৌসুমি লঘুচাপ আছে। আবহাওয়া অফিস বলছে, বিকেলে বৃষ্টি হবে, এবং এটা যে সে বৃষ্টি না, শিলা বৃষ্টি … সঙ্গে বজ্রপাতও।

আরো : নীরদ মেঘে চেপে আসছে বৃষ্টি …

পশ্চিমা লঘুচাপের প্রভাবে গতকাল চট্টগ্রামসহ সারাদেশে ছিল মেঘলা আবহাওয়া। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও দিনভর মেঘের আবরণে পাওয়া যায়নি সূর্যের দেখা। আজো এধরনের আবহাওয়া থাকতে পারে।

আবহাওয়া অধিদফতরের উপাত্ত অনুযায়ী, গতকাল সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেটে ১১ মিলিমিটার। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় কম বেশি বৃষ্টিপাত হয়েছে। চট্টগ্রাম মহানগরীতে শূন্য দশমিক তিন মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা শেখ হারুনুর রশিদ একুশে পত্রিকাকে বলেন,‘ভারতের তামিলনাড়ু ও শ্রীলঙ্কা থেকে আসা লঘুচাপ সিলেট পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে সারাদেশের আকাশ মেঘলা। এজন্য দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। আর বছরের এসময়ে বৃষ্টি হওয়া স্বাভাবিক। শনিবারও এধরনের আবহাওয়া থাকতে পারে।’

এদিকে আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। মাসের দ্বিতীয়ার্ধ থেকে বাড়তে থাকবে তাপমাত্রা।

অফিসগামী মানুষরা একটু সাবধান, বৃষ্টি হলে সেটা শিলা বৃষ্টি কি না বুঝে তারপর পথে বের হবেন, চেষ্টা করবেন আজকেই বৃষ্টিতে না ভিজতে। অনেক দিনের দূষণ মাখা বাতাসের বৃষ্টি। এই দূষণ গায়ে মাখার কোনো মানে হয় না! নিরাপদে ও সাফল্য কাটুক আপনাদের সারাটা দিন।

একুশে/এএ